ভারতে নতুন করে ৮৯ হাজার ৭০৬ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার মধ্য দিয়ে দেশটিতে এ সংখ্যা ৪৩ লাখ ৭০ ছাড়িয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ ঘণ্টার মধ্যে আরও ১ হাজার ১১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৭৩ হাজার ৮৯০ জনে। খবর এপি।
ভারত কোভিড-১৯ মহামারিতে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে তৃতীয় সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
তবে, সরকার বলছে পাঁচ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পরে এই মাসের শেষদিকে বড় শিক্ষার্থীদের জন্য স্কুলগুলো আবার চালু করে দেয়া হবে।
দেশটিতে দুই সপ্তাহেরও কম সময়ে ১০ লাখের বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
প্রতিদিন ১০ লাখের বেশি নমুনা পরীক্ষা করায় এ সংখ্যা ৫০ মিলিয়নের বেশি হয়েছে।