ভারতে গত ২৪ ঘণ্টায় ৮০ হাজার ৮৩৪ জনের শরীরে করোনা রোগী শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৯৮৯ জনে। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিৎ করে।
আরও পড়ুন : ভারতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ১৭ জন
এছাড়া শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ৩ হাজার ৩০৩ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭০ হাজার ৩৮৪।
এ নিয়ে টানা ষষ্ঠ দিন দেশেটিতে ১ লাখের নিচে রোগী শনাক্ত হয়েছে। গত এপ্রিল-মে মাসে বেশ কয়েক দিন ৪ লাখের ওপরে রোগী শনাক্ত হয়। এই সময়টাকে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ হিসেবে উল্লেখ করা হয়।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তসহ বর্তমানে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ১৫৯ জন।
আরও পড়ুন:ভারতে করোনায় একদিনে রেকর্ড মৃত্যু ও শনাক্ত
এ পর্যন্ত দেশেটিতে মোট ২ কোটি ৮ লাখ ৪৩ হাজার ৪৪৬ জন সুস্থ হয়েছেন, এদের মধ্যে শনিবার সকাল পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ৬২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।