ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। সোমবার রাজ্যটির নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, রবিবার সন্ধ্যায় রাজ্যের উত্তরকাশী জেলায় এ দুর্ঘটনা ঘটে।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘বাসটি মধ্যপ্রদেশ থেকে ৩০ জন তীর্থযাত্রীকে নিয়ে উত্তরাখণ্ডের পবিত্র শহর যমুনোত্রীতে যাওয়ার পথে ২৫০ মিটার গভীর খাদে পড়ে যায়।’
ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে’।
আরও পড়ুন: ভারতে লবণ কারখানার দেয়াল ধসে ১২ জনের মৃত্যু
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত প্রায় ২৬টি লাশ উদ্ধার করা হয়েছে।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার দেবেন্দ্র পাটওয়াল গণমাধ্যমকে বলেছেন, ‘লাশগুলোকে দেরাদুনে পাঠানো হচ্ছে। সেখান থেকে সেগুলোকে মধ্যপ্রদেশে পাঠানো হবে। বাসের হেলপারের লাশ স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে রাখা হয়েছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
ভারতে প্রতি চার মিনিটে একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে। অর্থাৎ দেশটিতে প্রতি বছর এক লাখেরও বেশি মানুষ সড়কে প্রাণ হারায়। দুর্ঘটনার কারণ হিসেবে সাধারণত ভাঙা রাস্তাঘাট, চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন না মেনে চলাকে দায়ী করা হয়।