দুই দিনের ভারত সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বৃহস্পতিবার গুজরাটে পৌঁছেছেন। এই সফরটি প্রস্তাবিত দ্বিপক্ষীয় মুক্ত-বাণিজ্য চুক্তিকে নতুন গতি দেবে বলে আশা করা হচ্ছে।
আজ সকালে (বৃহস্পতিবার) আহমেদাবাদ শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণ করার পর জনসন টুইটে বলেন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে থাকাটা অসাধারণ।’
তিনি লেখেন, দুই দেশ একসাথে যা অর্জন করতে পারে তার জন্য আমি বিশাল সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমাদের অংশীদারিত্ব, প্রবৃদ্ধি এবং সুযোগ প্রদান করছে। আমি আগামী দিনে এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অপেক্ষায় আছি।’
আরও পড়ুন: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
বিমানবন্দর থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী আহমেদাবাদে মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রমে যান এবং সেখানে তিনি চরকা কাটেন।
তিনি আশ্রমের পরিদর্শক বইয়ে লিখেন, ‘এই অসাধারণ মানুষটির আশ্রমে আসা একটি বিশাল সৌভাগ্যের বিষয়। তিনি কীভাবে বিশ্বকে আরও উন্নত করার জন্য সত্য এবং অহিংসার এই সাধারণ নীতিগুলোকে সংগঠিত করেছিলেন তা বোঝার জন্য এই আশ্রমে আসা উচিত।’
শুক্রবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করার কথা রয়েছে জনসনের। যেখানে উভয় নেতা বাণিজ্য, প্রতিরক্ষা এবং ইন্দো-প্যাসিফিকসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ইউক্রেনে আরও এক ভারতীয় শিক্ষার্থী গুলিবিদ্ধ
এর আগে ভারতে যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমি সব সময়ই প্রতিভাবানদের এ দেশে আসার পক্ষে।