ইউক্রেনে রুশ হামলায় আরও একজন ভারতীয় শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় জ্যৈষ্ঠ মন্ত্রী জেনারেল ভি কে সিং।
ভি কে সিং পোল্যান্ডের রেজেসজো বিমানবন্দরে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা খবর পেয়েছি কিয়েভ ছেড়ে যাওয়ার সময়ে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। তাকে কিয়েভে নিয়ে এসে তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে চারজন মন্ত্রীকে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে পাঠিয়েছেন তার মধ্যে জেনারেল সিং একজন। শুধু ভারতীয়দের নয়, ইউক্রেনে আটকা পড়া বিদেশি নাগরিকদেরও সরিয়ে নিতে সহায়তা করার ব্যাপারে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি।
এর আগে ১ মার্চ খারকিভ শহরে খাবার কিনতে বের হলে রুশ গোলার আঘাতে ২১ বছর বয়সী একজন ভারতীয় মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন।
আরও পড়ুন: ইউক্রেনে হামলায় এক ভারতীয় শিক্ষার্থী নিহত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক টুইট বার্তায় লেখেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করছি মঙ্গলবার সকালে (ইউক্রেনের) খারকিভে হামলায় এক ভারতীয় শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।’
এর একদিন পরে, ভারতীয় মেডিকেল ছাত্র নবীন শেখরাপ্পা জ্ঞানগৌদারের মৃত্যুর তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।
রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ দিল্লিতে স্থানীয় গণমাধ্যমে বলেন, তীব্র সংঘাতপূর্ণ এলাকায় ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য সবকিছু করবে রাশিয়া। এই দুর্ভাগ্যজনক ঘটনার সঠিক তদন্ত করা হবে বলেও জানান তিনি।
এর আগে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবিলম্বে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।