ভারতের কর্ণাটক রাজ্যে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত আটজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে রাজ্যের তুমকুর জেলায় এ দুর্ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানায়, বেসরকারি এ বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন। তাদের অধিকাংশই শিক্ষার্থী। সকালে পাভাগাদা যাওয়ার পথে রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে ৭৫ কিলোমিটারের বেশি দূরে তুমকুর জেলায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমে বলেন, ‘বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল। এক পর্যায়ে এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় পাভাগাদার কাছে মারাত্মক এ দুর্ঘটনা ঘটে।’
আরও পড়ুন: করোনার প্রকোপ কমায় ভারতজুড়ে হোলি উদযাপিত
তিনি বলেন, ঘটনাস্থলেই চারজন যাত্রীর মৃত্যু হয়। অন্য চারজন পার্শ্ববর্তী সরকারি হাসপাতালে নেয়ার পথে মারা যান। এছাড়া আহত ২০ জনকে একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাসের চালকের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এ ঘটনায় ভারতের ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।