ইসলাম ধর্মের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র বা কার্টুন আঁকার কারণে একসময় বেশ সমালোচিত হয়েছিলেন ড্যানিশ কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ড।
রবিবার তার পরিবার ডেনমার্কের গণমাধ্যমের কাছে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তার পরিবার স্থানীয় বার্লিংস্কে পত্রিকাকে জানায় ঘুমের মধ্যেই ওয়েস্টারগার্ডের মৃত্যু হয়।
আরও পড়ুন: করোনা মহামারির মধ্যেই হজ্জের আনুষ্ঠানিকতা শুরু
তবে ড্যানিশ গণমাধ্যমের দাবি, ওয়েস্টারগার্ডের জন্মদিনের পরের দিন গত ১৪ জুলাই ৮৬ বছর বয়সে মারা যান তিনি।
ওয়েস্টারগার্ড ১৯৮০ এর দশকের শুরুতে ডেনমার্কে শীর্ষ স্থানীয় এবং রক্ষণশীল পত্রিকা জিলল্যান্ডস-পোস্টেনের কার্টুনিস্ট হিসেবে কাজ শুরু করেন।
তবে তিনি বিশ্বব্যাপী বিতর্কিতভাবে পরিচিতি পান ২০০৫ সালে। ওই পত্রিকায় নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিতর্কিত কার্টুন আঁকার জন্য।
আরও পড়ুন: বাংলাদেশে করোনায় একদিনে নতুন মৃত্যুর রেকর্ড ২৩১
ইসলাম ধর্মে মহানবী (সা.) এর যেকোনও ধরনের ছবি আঁকাই নিষিদ্ধ। কিন্তু ওই সময়ের ওই ব্যঙ্গচিত্র সারাবিশ্বের মুসলিমদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। পরবর্তীতে ওই ক্ষোভ ডেনমার্ক বিরোধী আন্দোলনে রূপ নেয়।
আরও পড়ুন: মহানবীকে নিয়ে ফেসবুক পোস্টের জেরে সংঘর্ষে ভারতে নিহত ৩
দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগার পর স্ত্রী ও পাঁচ সন্তান রেখেই মারা যান এই বিতর্কিত কার্টুনিস্ট। তার শেষকৃত্য সম্পর্কে কোনও তথ্যা পাওয়া যায়নি।