করোনা ভাইরাসের টিকা প্রাপ্ত কয়েক হাজার মুসল্লি নিয়ে মুসলমানদের পবিত্র নগরী মক্কায় শুরু হয়েছে মুসলমানদের পবিত্র হজ্জ। সামাজিক দূরত্ব এবং মাস্ক পরিধানের মধ্য দিয়ে করোনা মহামারির মধ্যেই দ্বিতীয়বারের মতো হজ্জ অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার থেকে হজ্জের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ সৌদি হজ্জ বিষয়ক মন্ত্রীর সাথে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর বৈঠক
এই বছর করোনা মহামারি সংক্রমণের কথা মাথায় রেখে সৌদি কর্তৃপক্ষ হজ্জে শুধুমাত্র ৬০ হাজার সৌদি জনগণ এবং দেশটিতে বসবাসকারী করোনার টিকাপ্রাপ্ত বাসিন্দাদের অংশগ্রহণের সুযোগ দিয়েছে।
যদিও সৌদি আরব হজ্জের আয়োজন করছে, তবে ভ্যাকসিন, পাসপোর্ট, ভ্যাকসিন হার ইত্যাদি ব্যাপারে সুনির্দিষ্ট কোনও রূপরেখা প্রদান করেনি দেশটি।
আরও পড়ুনঃ হজ্জ ব্যবস্থাপনায় নতুন আইন করতে সংসদে বিল উত্থাপন
এইবার হজ্জ পালনকারীদের একধরনের ‘স্মার্ট ব্রেসলেট’ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে হাজীদের শরীরে অক্সিজেনের মাত্রা, ভ্যাকসিন ডাটা জানা যাবে এবং হাজীরা তাদের প্রয়োজনীয় সাহায্য গ্রহণ করতে পারবেন।
এছাড়া দিনের মধ্যে কয়েকবার করে কাবা প্রাঙ্গন ও আশেপাশের এলাকা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হচ্ছে।
অলিস গুল নামে কাবার এক পরিচ্ছন্নতাকর্মী জানিয়েছেন, প্রত্যেকটি শিফটে ২-৩ বার করে ফ্লোর সেনিটাইজ এবং তরল পরিষ্কারক দিয়ে পরিষ্কার করা হচ্ছে।