বিবিবি’র এক প্রদিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে এক নারীর সাথে তোলা ওই সেলফি ভাইরাল হয়। পরে অবশ্য এজন্য ক্ষমা চেয়েছিলেন প্রেসিডেন্ট পিনেরা।
তিনি স্বীকার করেছেন যে, কাচাগুয়া শহরের কাছে সৈকতে ওই নারীর সাথে সেলফি তোলার সময় তার মাস্ক পরে নেয়া উচিত ছিল।
কোভিড-১৯ মহামারি শুরুর পর থেকেই জনসম্মুখে মাস্ক পরার বিষয়ে কঠোর বিধিনিষেধ রয়েছে চিলিতে। এছাড়া মাস্ক পরার নিয়ম না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও বিধান রয়েছে। যার মধ্যে রয়েছে জরিমানা এবং কারাবাস।
কোভিড-১৯: বিশ্বে একদিনে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু
দেশটিতে ক্রমাগত বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে চিলিতেই কোভিডে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই সবচেয়ে বেশি।
যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখনো পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৮১ হাজার ১৩৫ জন। আর মারা গেছেন ১৬ হাজারের বেশি মানুষ।
কোভিড-১৯: ভারতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়াল
উল্লেখ্য, অতীতেও বিতর্কিত ছবির জন্য রাজনৈতিকভাবে ঝামেলায় পড়েছেন প্রেসিডেন্ট পিনেরা।
গত বছর রাজধানী সান্তিয়াগোতে বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ার রাতে একটি পার্টিতে ছবি তুলে তোপের মুখে পড়েছিলেন তিনি।
এছাড়া চলতি বছরের এপ্রিলে সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থাকা একটি প্লাজায় ছবি তুলে সমালোচনার মুখে পড়েন তিনি।
কোভিড-১৯ টিকা কোনো ‘জাদুর কাঠি’ নয়: ডব্লিউএইচও
সান্তিয়াগোতে করোনাভাইরাস সংক্রান্ত বিধি-নিষেধ নিয়েও উত্তেজনা রয়েছে সাধারণ মানুষের মধ্যে।
গত জুন থেকে চিলিতে দৈনিক গড়ে এক হাজার নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে।
ডিসেম্বরের শুরুতে প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা ৯০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন, যা তার সরকারকে বিধিনিধেষ আরোপের সুযোগ করে দিচ্ছে।
কোভিডের টিকাদান ইইউতে শুরু ২৭ ডিসেম্বর
এদিকে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ৯ হাজার ৯০৭ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৩ হাজার ৯৬৭ জনে। শনিবার সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা ছিল ১৬ লাখ ৭৪ হাজার ৬০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৬২ লাখ ৫ হাজার ৩৭০ জনে।
করোনার দ্বিতীয় ভ্যাকসিন অনুমোদনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।