আরও পড়ুন: জানুয়ারির শেষের দিকে টিকা আনার চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী
তিনি এক টুইটে বলেন, ‘সময় এখন ইউরোপের। ইইউ জুড়ে ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর টিকাদান শুরু হবে।’
আরও পড়ুন: করোনার টিকা কেনা ও বিতরণে এডিবির ৭৬ হাজার কোটি টাকার তহবিল
জার্মানির বায়োএনটেক এবং আমেরিকার ফাইজারের যৌথভাবে তৈরি করা টিকার মূল্যায়ন বিষয়ে নিজেদের উপসংহার টানতে ইউরোপীয় ওষুধ সংস্থা (ইএমএ) বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়ার দুই দিন পর এ ঘোষণা আসল।
আরও পড়ুন: ফাইজারের টিকার বহুল ব্যবহারের সুপারিশ মার্কিন কমিটির
বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর কোভিড-১৯ শনাক্ত হয়। তার আগের দিন মাক্রোঁর সাথে ভোজসভায় অংশ নেয়ার কারণে বর্তমানে কোয়ারেন্টাইন পালন করছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজসহ ইইউর বেশ কয়েকজন নেতার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) মহাসচিব এঞ্জেল গোরিয়া।
আরও পড়ুন: যুক্তরাজ্যে করোনার টিকা প্রয়োগ শুরু
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯-এর ২২২টি টিকা তৈরি করা হয়েছে এবং সেগুলোর মধ্যে ৫৬টির ক্লিনিক্যাল পরীক্ষা হয়েছে।