ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার টানা তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন মমতা ব্যানার্জি।
রাজ্যের রাজধানী কলকাতায় তাজ ভবনে (গভর্নর হাউজ) ভারতীয় সময় বেলা ১১টায় পশ্চিমবঙ্গের গভর্নর যগদীপ ঠাকুর ৬৬ বছর বয়সী মমতাকে শপথ পড়ান।
শপথ অনুষ্ঠান শেষে দিদি হিসেবে পরিচিত মমতা বলেন, ‘আমার প্রথম প্রাধান্য হলো কোভিড মোকাবিলা করা। সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেয়া হচ্ছে সে বিষয়ে বৈঠক করতে রাজ্য সচিবালয়ে যাব।’
পশ্চিমঙ্গের বিধানসভার নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেস ২৯২টি আসনের মধ্যে ২১৩টি আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছে। রবিবার এ ফলাফল ঘোষণা করা হয়। তবে মমতা তার নিজের আসনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ২ হাজার ভোটে পরাজিত হয়েছেন।