মেক্সিকোয় মাদকদ্রব্য চোরাচালানকারী দলের সদস্যদের গুলিতে বিরোধী পক্ষের দুইজন মারা গেছেন। বৃহস্পতিবার দেশটির ক্যারিবিয়ান সমুদ্র উপকূলের একটি বিলাসবহুল হোটেলের সামনে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
ওই ঘটনার দিনই নিহত দুই সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আজুল বিচ রিসোর্ট এবং হায়াত জিভা রিভেরা কানকুনের সামনের সমুদ্র সৈকতে এসে বলেছিলেন এটি এখন থেকে তাদের এলাকা, তারা এই এলাকার ডিলার।
কুইন্টানা রু রাজ্যের প্রধান প্রসিকিউটর অস্কার মন্টেস ডি ওকা বলেছেন, এলাকায় নতুন ডিলার পরিচয় দেয়া দুইজনকে হত্যা করতে অন্তত ১৫ জন লোক সৈকতে এসেছিলেন। সেসময় সমুদ্র উপকূলে থাকা দর্শণার্থীরা ভয়ে পাশের সৈকতে পালিয়ে যায়। তাদের কাছে খবর পেয়েই পুলিশ সেখানে আসে।
এ বিষয়ে পুলিশ বলছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকার একটি স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর সাথে মেক্সিকোর সবচেয়ে ক্ষমতাধর মাফিয়া গ্রুপ জেলিসকো কার্টেলের লড়াই চলছে। মাদক নিয়েও এ দু’দলের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। এই ঘটনাটিও কোনওভাবে তাদের দ্বন্দ্বের অংশ বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, মেক্সিকোতে ২০০৬ সাল থেকে মাদক সংক্রান্ত অপরাধ অনেক বেড়ে গেছে। তারপর থেকে এ সংক্রান্ত অপরাধে প্রায় দুই লাখ লোক খুন হয়েছে। গত বছর রেকর্ড পরিমান ২৮ হাজার ৭০২ জন খুন হয়েছে। এছাড়া আরও ৩৭ হাজার লোক নিখোঁজ রয়েছে।
আরও পড়ুন:মেক্সিকোর প্রেসিডেন্টের কোভিড-১৯ শনাক্ত
গত বছর আগস্টে কোয়াটজাকোয়ালকোসে দক্ষিণ মেক্সিকোর বন্দরে একটি বারে সশস্ত্র হামলা চালায় বন্দুকধারীররা। সেই হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়।
মেক্সিকোয় হত্যার ঘটনা রেকর্ড ছুঁয়েছে অনেক আগেই। প্রতিদিন দেশটিতে অন্তত ৯৫ জন হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। প্রতি ১৫ মিনিটে একজন করে মানুষকে হত্যা করা হচ্ছে।
বিশ্বের অন্যতম হত্যাকাণ্ডের দেশ হিসেবে মেক্সিকোর কুখ্যাতির জন্য দেশটির কুখ্যাত মাদক চক্রগুলোকে মূলত দায়ী করা হয়।
জালিস্কো প্রদেশ হলো মেক্সিকোর ড্রাগ-সম্পর্কিত যুদ্ধের অন্যতম কেন্দ্রবিন্দু। দেশটির শক্তিশালী মাদক অপরাধী চক্র হালিস্কো নিউ জেনারেশন কার্টেলের (সিজেএনজি) উৎপত্তি এই প্রদেশটিতেই। এর আগে গত ডিসেম্বরে প্রদেশটির সাবেক গভর্নর আরিস্তোতেলেস সানদোভালকে এখানকার সৈকত শহর পুয়ের্তো ভাইয়ার্তার একটি রেস্তোরাঁয় গুলি করে হত্যা করা হয়েছিল।