ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকসাচ ডিজিজের (এনআইএআইডি) পরিচালক ফাউসি বলেন, সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে দেশটি ‘ভুল পথে পরিচালিত হচ্ছে’।
সিনেটে স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও পেনশন কমিটির এক শুনানিতে ফাউসি বলেন, ‘আমি সঠিক ভবিষ্যদ্বাণী করতে পারি না, তবে এটি খুব খারাপ হতে চলেছে।’
তিনি বলেন, ‘আমাদের এখন দিনে ৪০ হাজারের বেশি নতুন করোনা আক্রান্ত হচ্ছেন। এ অবস্থা না পাল্টালে যদি প্রতিদিন এক লাখ পর্যন্ত আক্রান্ত হয় তবে আমি অবাক হব না। এবং এটি নিয়ে আমি খুব উদ্বিগ্ন।’
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকাল পর্যন্ত দেশটিতে করোনায় ২৬ লাখেরও বেশি মানুষ আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৩২২ জনের।
পরিস্থিতি খারাপ হওয়ায় দেশটির অন্তত ১৬টি অঙ্গরাজ্যের সব কিছু খুলে দেয়ার পরিকল্পনা থেকে প্রশাসনকে সরে আসতে হয়েছে। টেক্সাস, ফ্লোরিডা এবং অ্যারিজোনার মতো রাজ্যগুলো বেশি ঝুঁকিতে রয়েছে।
ফাউসির মতে, নতুন আক্রান্তের প্রায় ৫০ শতাংশই ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস এবং অ্যারিজোনা এ চারটি রাজ্য থেকে আসছে।
‘দেশের বিভিন্ন অঞ্চলে এ প্রকোপ পুরো দেশকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং স্পষ্টতই আমরা এটিকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না,’ ফাউসি যোগ করেন।