বোল্ডার পুলিশ কমডোর কেরি শামাগুচি এক সংবাদ সম্মেলনে বলেছেন, আটক ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে এবং জনগণের ভয়ের আর কোনো কারণ নেই।
পুলিশ কর্মকর্তারা রক্তাক্ত এক ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে, তবে তিনি সন্দেহভাজন কিনা তা বলতে পারেনি কর্তৃপক্ষ।
বোল্ডার কাউন্টি জেলা অ্যাটর্নি মাইকেল ডগের্টি বলেছেন, ‘এটি একটি বিয়োগান্তক ঘটনা এবং বোল্ডার কাউন্টির জন্য দুঃস্বপ্ন। আমরা স্থানীয়, রাজ্য এবং ফেডারেল থেকে সাহায্য ও সহযোগিতা করছি।’
শামাগুচি বলেছেন, পুলিশ এখনও তদন্ত করছে এবং বোল্ডারের কিং সোপার্স স্টোরে গোলাগুলির কারণ এখনও জানা যায়নি।
এদিকে নিহত পুলিশ কর্মকর্তার পরিচয় পাওয়া গেছে। এরিক টেলি (৫১) নামের ওই পুলিশ কর্মকর্তা ২০১০ সাল থেকে বোল্ডার পুলিশে কর্মরত। তিনিই ফোন পেয়ে প্রথমে ঘটনাস্থলে উপস্থিত হন।
আরও পড়ুন: মাথায় গুলি করে পাবনায় এসআই’র ‘আত্মহত্যা’
যশোরে ‘গুলিতে’ ইউপি সদস্য ‘নিহত’, ছেলে গুলিবিদ্ধ
বান্দরবানে বিজিবির সাথে ‘গোলাগুলিতে’ ২ রোহিঙ্গা নিহত
যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী ২৫ হাজার অভিবাসীকে প্রবেশের অনুমতি দিচ্ছেন বাইডেন