ইউক্রেনের সম্মুখভাগে ও দেশের অন্যান্য অংশে রুশ বাহিনীর অব্যাহত গোলাবর্ষণে দেশটির দুই বেসামরিক নাগরিক নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (২১ অক্টোবর) ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানান।
মেয়র ওলেক্সান্ডার ভিলকুলের টেলিগ্রাম পোস্টে জানানো হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রিভি রিহে শুক্রবার সন্ধ্যায় একটি শিল্প কারখানায় আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। এতে ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তির স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোরে ভিলকুলের দেওয়া তথ্যানুসারে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন রাতে একই স্থানে আবারও আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আগুনের সূত্রপাত হয়। তবে স্থানটি ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিধ্বস্ত কি না সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি ভিলকুল। দ্বিতীয়বারের হামলায় কেউ হতাহত হননি বলেও উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন: ইউক্রেনের কাখোভকা বাঁধ ধ্বংস, নিহতের সংখ্যা বেড়ে ১৭
ইউক্রেনের গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন শনিবার জানিয়েছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে রুশ বাহিনীর 'ব্যাপক গোলাবর্ষণে' এক বেসামরিক নাগরিক নিহত ও একজন আহত হয়েছেন।
টেলিগ্রাম পোস্টে প্রোকুদিন বলেন, রুশ সেনারা মর্টার, কামান, ট্যাংক, ড্রোন ও একাধিক রকেট লঞ্চার ব্যবহার করে প্রদেশটির কিছু আবাসিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের আভদিভকা শহরে গত কয়েকদিনের গোলাবর্ষণে এক বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে শনিবার স্থানীয় ভারপ্রাপ্ত গভর্নর ইহর মোরোজ জানিয়েছেন।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাপ্তির আহ্বান প্রধানমন্ত্রীর
গত কয়েক সপ্তাহ ধরে কিয়েভের বাহিনী রুশ হামলা ঠেকানোর চেষ্টা করায় রুশ ও ইউক্রেনীয় বাহিনী আভদিভকাকে তীব্র লড়াই করছে। রুশ সেনাদের ছোড়া ড্রোন, ক্ষেপণাস্ত্র, মর্টার ও আর্টিলারি শেল প্রদেশের অন্যান্য অংশেও আঘাত হেনেছে বলে জানান মোরোজ।
উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক শহরের কাছে দুটি গ্রামের বাড়িতে রুশ গোলাবর্ষণে আহত ৩৯ বছর বয়সী এক বেসামরিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শনিবার জানিয়েছেন স্থানীয় গভর্নর ওলেহ সিনিহুবভ। রুশ বাহিনী কয়েক সপ্তাহ ধরে কুপিয়াঙ্ক ও লাইমান শহরের নিকটবর্তী এলাকা পুনরুদ্ধারের জন্য আক্রমণ চালিয়ে আসছে।
শুক্রবার রাতে উত্তর সুমি ও দক্ষিণ জাপোরিঝিয়া প্রদেশে রুশ হামলার কথা জানিয়েছে স্থানীয় ইউক্রেনীয় কর্তৃপক্ষও। তবে হতাহতের কোনো উল্লেখ করেননি।
আরও পড়ুন: ইউক্রেনে ক্যাফেতে রুশ হামলায় ৫১ জন নিহত