ইউক্রেনীয় সেনারা কিয়েভ ও চেরনিহিভের আশেপাশের অঞ্চলগুলো রুশ বাহিনী থেকে পুনরুদ্ধার করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, তার সেনারা রাশিয়ানদের বিনা লড়াইয়ে পিছু হটতে দিচ্ছে না। বরং তাদের গোলাবর্ষণ করছে।
জেলেনস্কি শনিবার রাতে জাতির উদ্দেশে তার ভিডিও ভাষণে বলেন, রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল দখল করতে চায়।
আরও পড়ুন: পিছু হটা রুশ সেনারা অসংখ্য মাইন রেখে গেছে: জেলেনস্কি
তিনি বলেন, ‘রাশিয়ান সৈন্যদের লক্ষ্য কি? তারা ডনবাস এবং ইউক্রেনের দক্ষিণাঞ্চল দখল করতে চায়, আমাদের লক্ষ্য কি? আমাদের স্বাধীনতা, আমাদের ভূমি এবং আমাদের জনগণকে রক্ষা করতে হবে।’
রুশ সামরিক বাহিনীর হামলার পরও ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলকে রক্ষা করায় ইউক্রেনীয় বাহিনীর প্রশংসা করেন জেলেনস্কি। রুশ সেনাদের হাতে অবরুদ্ধ এই শহরটি কয়েক সপ্তাহের ভারী রাশিয়ান বোমা হামলায় কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে।
আরও পড়ুন: ইউক্রেনের ২ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করলেন জেলেনস্কি
জেলেনস্কি রাশিয়ান হামলার পরও দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলকে রক্ষা করার তার দেশের সেনাদের প্রশংসা করেন।
ভাষণে ইউক্রেনীয় নেতা পশ্চিমাদের কাছে আরও আধুনিক অস্ত্র সরবরাহের জন্য আহ্বান জানিয়েছেন।