শ্রীলঙ্কার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে ভারত দ্বীপরাষ্ট্রটির ‘গণতন্ত্র, স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধার’-কে সম্পূর্ণ সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, শ্রীলঙ্কার জনগণের সর্বোত্তম স্বার্থ আদায়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্খা পূরণে ভারত সবসময় পাশে থাকবে।
বাগচি জোর দিয়ে বলেন, ‘ঐতিহাসিক সম্পর্ক থাকা শ্রীলঙ্কার অন্যতম ঘনিষ্ঠ প্রতিবেশি হিসেবে ভারত তার (শ্রীলঙ্কার) গণতন্ত্র, স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারকে সম্পূর্ণ সমর্থন করে।’
আরও পড়ুন: শ্রীলঙ্কায় কারফিউ উপেক্ষা করে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত
প্রতিবেশি দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থা ও রাজাপাকসে সরকার বিরোধী অব্যাহত বিক্ষোভের মধ্যেই ভারত এ আশ্বাসের কথা জানায়।
এসময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে ওঠার জন্য ভারতের আর্থিক সহায়তার কথাও স্মরণ করেন।
তিনি বলেন, আমাদের ‘নেবারহুড ফার্স্ট’ নীতি মেনে ভারত চলতি বছরই শ্রীলঙ্কার জনগণের আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের আর্থিক সহায়তা দিয়েছে।
আরও পড়ুন: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগ
রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব শ্রীলঙ্কার বিরোধীদলের