শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন শুরু করতে শনিবার বৈঠক করেছেন দেশটির আইনপ্রণেতারা।
চরম অর্থনৈতিক সংকটের জেরে গণবিক্ষোভের মুখে দেশ থেকে পালানো ও পদত্যাগ করা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের মেয়াদের বাকি সময় দায়িত্ব পালন করবেন নতুন প্রেসিডেন্ট।
এর আগের দিন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং দেশটির সংসদ যতদিন পর্যন্ত গোটাবায়া রাজাপাকসের উত্তরসূরি নির্বাচন না করে তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। রাজাপাকসের মেয়াদ ২০২৪ সালে শেষ হবে।
লঙ্কান সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধন দ্রুত ও স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যা এক সপ্তাহের মধ্যে করা উচিত।
আরও পড়ুন: শ্রীলঙ্কার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে
নতুন প্রেসিডেন্ট একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন যাকে সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে।
সংসদের মহাসচিব ধম্মিকা দাসানায়েক শনিবার এক সংক্ষিপ্ত অধিবেশন চলাকালে বলেছেন, মঙ্গলবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়নের ওপর শুনানি হবে এবং যদি একাধিক প্রার্থী থাকে তবে আইনপ্রণেতারা বুধবার ভোট দেবেন।
সংসদে গোটাবায়ের পদত্যাগপত্রও উচ্চস্বরে পড়ে শোনান দাসানায়েক।
শনিবার রাজধানী কলম্বোর সংসদ ভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়।