ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গত মাসে গ্রেপ্তার মুসলিম সাংবাদিক মোহাম্মদ জুবায়েরকে ভারতের সুপ্রিম কোর্ট বুধবার জামিন দিয়েছেন।
সাংবাদিক জুবায়ের জনপ্রিয় ফ্যাক্ট চ্যাকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা। ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়া ওয়েবসাইটটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির সরকারের সমালোচনায় বেশ সরব।
ভারতের শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ জুবায়েরকে অন্তর্বর্তীকালীন মুক্তি দিয়ে বলেছেন তাকে ‘ক্রমাগত আটক রাখা যুক্তিযুক্ত নয়।’
আরও পড়ুন: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
সন্ধ্যা ৬টার মধ্যে জুবায়েরকে হেফাজত থেকে মুক্তি দেয়া নিশ্চিতের আদেশও দিয়েছেন আদালত।
দিল্লি ও উত্তর প্রদেশে তার বিরুদ্ধে দায়ের করা একাধিক এফআইআর একত্রিত করে এবং মামলাগুলো দিল্লিতে স্থানান্তর করতে হবে বলেও আদেশ দিয়েছেন আদালত। ‘এই জামিন তার বিরুদ্ধে ভবিষ্যতে যে কোনো এফআইআরের ক্ষেত্রে প্রযোজ্য হবে’ বলেও জানিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন: ভারতীয় পপ গায়ক দালের মেহেন্দির ২ বছরের কারাদণ্ড
জুবায়েরের সাম্প্রতিক টুইট নবী মুহাম্মদকে নিয়ে বিজেপির মুখপাত্রদের কটূক্তি করার মন্তব্য তুলে ধরে। যার ফলে অনেক মুসলিম দেশ ও ভারতে প্রতিবাদ হয়।
জুনের শেষ সপ্তাহে এই মুসলিম সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে উত্তরপ্রদেশ ও ভারতের রাজধানীতে তার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়। এর আগে কয়েকটি মামলায় জামিন পেয়েছিলেন তিনি।