আফগানিস্তানে চরমপন্থী গোষ্ঠীগুলোকে ধরে রাখা এবং বিদেশি নাগরিক ও আফগানদের সরিয়ে নেয়ার বিষয়ে তালেবান জ্যেষ্ঠ কর্মকর্তা ও মার্কিন প্রতিনিধিরা শনিবার ও রবিবার আলোচনা করবেন বলে জানিয়েছে উভয়পক্ষের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আগস্টের শেষের দিকে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর সেখানে এই ধরনের বৈঠক এই প্রথম। কাতারের রাজধানী দোহায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: কাবুলে আইএসের আস্তানায় তালেবানের অভিযান
শনিবার এপিকে দোহায় অবস্থানরত তালেবান মুখপাত্র সুহেল শাহীন জানান, আলোচনায় ২০২০ সালে ওয়াশিংটনের সাথে তালেবান স্বাক্ষরিত শান্তিচুক্তির পুনর্বিবেচনা হবে।চুক্তিটি চূড়ান্তভাবে মার্কিন বাহিনী প্রত্যাহারের পথ সুগম করেছে।
শাহীন বলেন, ‘হ্যাঁ একটা বৈঠক আছে। দ্বিপক্ষীয় সম্পর্ক,দোহা চুক্তির বাস্তবায়ন ও সামগ্রিক বিষয়ে।’
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে আমেরিকান ও অন্যান্য বিদেশি নাগরিক সেইসাথে সেসব আফগান যারা একসময় মার্কিন সামরিক বাহিনী বা সরকার এবং অন্যান্য আফগান মিত্রদের জন্য কাজ করেছিল সেসব নাগরিকদের আফগানিস্তান ত্যাগের অনুমতি দিতে তালেবান নেতাদের প্রতিশ্রুতিবদ্ধ করতে।
আরও পড়ুন: প্রকাশ্যে লাশ ঝোলাল তালেবান: অতীতে ফিরে যাওয়ার সংকেত
এছাড়া মার্কিন কর্মকর্তারা তালেবানদের ক্ষমতা দখল এবং মার্কিন প্রস্থানের পর দেশটিতে অর্থনৈতিক উত্থান-পতনের মধ্যে মানবিক সংস্থাগুলিকে প্রয়োজনীয় এলাকায় বিনামূল্যে প্রবেশাধিকার দিতে তালেবানে নেতাদের উৎসাহিত করবে।
মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে জানিয়েছেন যে, এই অধিবেশনটি কোনোভাবেই তালেবানদের বৈধ সরকার হিসাবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেয়াকে নির্দেশ করে না।