হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বামপন্থী নেত্রী সিওমারা কাস্ত্রো। দেশটির রাজধানী তেগুসিগাল্পার জাতীয় স্টেডিয়ামে হাজারো মানুষ তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।
এছাড়া এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই প্রমুখ। বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ৬২ বছর বয়সী এ নেত্রী বলেন, তিনি একটি ‘ভাঙা’ দেশের নেতৃত্ব নিচ্ছেন। তবে সামাজিক ন্যায়বিচার ও স্বচ্ছতা অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন মিসেস কাস্ত্রো।
আরও পড়ুন: সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখার্জী হাসপাতালে
মিসেস কাস্ত্রো শক্তিশালী মাদক পাচারকারী চক্র মোকাবিলা ও কঠোর গর্ভপাত আইন উদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মিসেস কাস্ত্রোর স্বামী ম্যানুয়েল জেলায়া ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত দেশটি শাসন করেন। পরে তাকে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়।
আরও পড়ুন: মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মান পাচ্ছেন বিপিন রাওয়াত