মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছে যে রাশিয়া এই মাসের শেষের দিকে পূর্ব ইউক্রেনের বড় অংশ নিজেদের অধীনে করার পরিকল্পনা করছে।
সোমবার ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার মার্কিন রাষ্ট্রদূত মাইকেল কার্পেন্টার এ কথা বলেছেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে ক্রেমলিনও দক্ষিণের শহর খেরসনকে একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করছে।
তিনি আরও বলেছেন, কোনো পদক্ষেপই যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের দ্বারা স্বীকৃত হবে না।
আরও পড়ুন: ইউক্রেনের খারকিভ থেকে ‘পুতিনের সমর্থক’ আটক
কার্পেন্টার বলেছেন, রাশিয়া তথাকথিত ডোনেটস্ক ও লুহানস্ক জনগণের প্রজাতন্ত্রে জাল গণভোট আয়োজনের পরিকল্পনা করছে যা সংস্থাগুলোকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করবে।
তিনি উল্লেখ করেছেন যে সেখানকার মেয়র এবং স্থানীয় বিধায়কদের অপহরণ করা হয়েছে। তাছাড়া ইন্টারনেট ও সেলফোন পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছে।
কার্পেন্টার বলেছেন, অঞ্চলটিতে রাশিয়ান স্কুল পাঠ্যক্রম শিগগিরই আরোপ করা হবে।
এদিকে ইউক্রেন সরকার বলেছে, রাশিয়া সেখানে মুদ্রা হিসেবে রুবেল চালু করেছে।
আরও পড়ুন: ইউক্রেন সফরকালে নাগরিকদের ওপর হামলায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা