পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আগামী ১২ মে (বুধবার) থেকে টানা চার দিন বন্ধ থাকবে।
ফলে এই সময়ে বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ এর সকল কার্যক্রম বন্ধ থাকবে।
সোনামসজিদ স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়াল বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
তিনি জানান, পবিত্র ঈদ উপলক্ষে আগামী ১২ মে থেকে ১৫ মে পর্যন্ত বন্দরে ছুটি ঘোষণা করা হয়েছে। ১১ মে মঙ্গলবার আমদানি-রপ্তানি চলার পর ১২ মে থেকে চার দিন বন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ মে রবিবার থেকে যথারীতি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
ভারতের মোহদিপুর কাস্টমস কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদেরকে ছুটির বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়েছে।