বিশ্ব অর্থনীতি যখন কোভিড-১৯ এ বিপর্যস্ত সেই সময়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে বাংলাদেশের প্রস্তাবিত ৫০তম বাজেটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা প্রস্তাবিত বাজেটের ডিজিটাল কপি পেয়েছি এবং এটি পর্যবেক্ষণ করছি। তবে আমাদের একটি সরকারি পর্যবেক্ষণ নিয়ে আসতে সময় প্রয়োজন।’
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী অর্থবছরেও ১ শতাংশ হারে অতিরিক্ত রপ্তানি প্রণোদনা চালিয়ে যাওয়ার প্রস্তাব করেছেন।
বিজিএমইএ সভাপতি আশা করেন যে বর্তমান বাজেট বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জীবন ও জীবিকার সাথে সম্পর্কিত সব বিষয়ে মনোনিবেশ করেছে।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় বাজেটে ১০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
ফারুক বলেন, বিজিএমইএ বোর্ড শনিবার বাজেটের বিস্তারিত মূল্যায়ন করবে এবং শনিবার দুপুর ২টায় গণমাধ্যমে বিস্তারিক তুলে ধরবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবছরে সরকার বস্ত্র ও পোশাক শিল্পকে বিদ্যমান রপ্তানি প্রণোদনের পাশাপাশি অতিরিক্ত ১ শতাংশ নগদ প্রণোদনা প্রদান করে এবং ফলস্বরূপ খাতটি মহামারির প্রভাব সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে।