দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অপ্রয়োজনীয় ঋণ দেওয়াকে নিরুৎসাহিত করতে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে নেওয়া ঋণের সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
ইডিএফ হলো কেন্দ্রীয় ব্যাংকের তহবিল যা রপ্তানি খাতকে সময় অনুযায়ী বৈদেশিক মুদ্রার প্রয়োজনীয়তা মোকাবিলায় সহায়তা করে। এখন এ তহবিল থেকে ঋণ নিতে রপ্তানিকারকদের দিতে হবে প্রায় ৭ শতাংশ সুদ। আগে সুদের হার ছিল সাড়ে ৪ শতাংশ।
রবিবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
আরও পড়ুন: জুলাইয়ে মূল্যস্ফীতি ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ ১১.৭ শতাংশে পৌঁছেছে: বিবিএস
নতুন নির্দেশিকা অনুসারে, সিকিউরড ওভারনাইট ফিনান্সিং রেট (এসওএফআর) এর সঙ্গে মার্জিন হিসাবে দেড় শতাংশ যোগ করে ইডিএফ সুদ নির্ধারণ করা হবে।
বর্তমানে এসওএফআর পদ্ধতিতে সুদের হার ৫ দশমিক ৩৯ শতাংশ। এর সঙ্গে ১ দশমিক ৫ শতাংশ যোগ হলে সুদের হার দাঁড়ায় ৬ দশমিক ৮৯ শতাংশ। আগের সুদের হার ছিল সাড়ে ৪ শতাংশ। সে অনুযায়ী সুদের হার বেড়েছে ২ দশমিক ৩৯ শতাংশ।
নির্দেশনায় বলা হয়, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর অনুমোদিত ডিলারদের (এডি) কাছ থেকে ৩ শতাংশ সিকিউরড চার্জ এনেছে বাংলাদেশ ব্যাংক। আর এডি ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে সাড়ে ৪ শতাংশ হারে সুদ আদায় করছিল।
আর এখন নতুন নিয়ম অনুযায়ী এডি গ্রাহকের কাছ থেকে এসওএফআর হারের সঙ্গে ১ দশমিক ৫ শতাংশ এবং অতিরিক্ত ১ দশমিক ৫০ শতাংশ এসওএফআর হারে সুদ আদায় করবে। তবে এসওএফআর হার যেহেতু পরিবর্তনশীল, তাই ইডিএফ ঋণ নির্ভর করবে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ওপর।
আরও পড়ুন: ২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারি-মার্চে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১২ শতাংশ: বিবিএস