চুয়াডাঙ্গা অবৈধভাবে সয়াবিন তেল মজুত রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উদ্ধার করা হয়েছে ৬২৮ লিটার সয়াবিন তেল।
বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় ব্যবসায়ী গোলাম রসুলের বাড়িতে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়ার নেতৃত্বে এই অভিযান চালান হয়।
আরও পড়ুন: মানিকগঞ্জে বেশি দামে চাল বিক্রি, ৩ ব্যবসায়ীর জরিমানা
এ বিষয়ে ইউএনও জানান, দেশে সয়াবিন তেলের কোন সংকট নেই। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সয়াবিন তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় ব্যবসায়ী গোলাম রসুলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৬২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
তিনি জানান, গোলাম রসুল চুয়াডাঙ্গা শহরের মেসার্স গোলাম স্টোরের স্বত্বাধিকারী। বর্তমানে তার ছেলে রুবেল হোসেন ওই দোকান পরিচালনা করেন। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করাসহ সর্তক করা হয়।
আরও পড়ুন: সোনারগাঁয়ে ভেজাল ওষুধ তৈরির অপরাধে ৪ জনের জরিমানা
এসময় অভিযানে ইউএনও’র সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া উপপরিদর্শক গোপাল চন্দ্রের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন।