নেক্সট বিজনেস লিডার (এনবিএল) ডিজিটাল’পদে চাকরি প্রার্থীদের আবেদন গ্রহণ করছে ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন।
নেক্সট বিজনেস লিডার প্রোগ্রামটির আওতায় গ্রামীণফোন মূলত তরুণ প্রজন্মের মাঝে সম্ভাবনাময় নেতৃত্বের গুণাবলীর সন্ধান করছে। গ্রামীণফোনের নেক্সট বিজনেস লিডার প্রোগ্রামটি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পথপ্রদর্শক তৈরির উদ্দেশ্য থেকে তরুণদের বিজনেস পারফরমেন্স, রেভিনিউ জেনারেশন, রিলেশনশিপ ডেভেলপমেন্ট প্রভৃতি বিষয়ে দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দেবে। সেই সাথে নিজেদের ব্যবসায়ের মূল উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে সদ্য স্নাতক সম্পন্ন করা তরুণদের ধারণাকে আরও স্পষ্ট করে তোলা এবং তাদের মাঝে প্রাতিষ্ঠানিক দায়িত্বশীলতার মানসিকতা গড়ে তোলা গ্রামীণফোনের অন্যতম উদ্দেশ্য।
আরও পড়ুন: খাঁচায় বন্দী পাখি: গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা
ডিজিটাল যুগে গ্রাহক ও ভোক্তাদের মানসিকতার বিবর্তনের মূল্যায়ন, তাদের চাহিদা অনুধাবন করা এবং সে অনুসারে সার্ভিস ডিজাইনের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার মাধ্যমে সম্পৃক্ততা বাড়ানোই মূলত এই পদের প্রধান দায়িত্ব। কর্মরত অবস্থায় প্রার্থীরা কাজ শেখার এবং এর সাথে তাদের দক্ষতার সমন্বয় সাধনের প্রতি কতটা মনোযোগী তার ওপর বিশেষ গুরুত্বারোপ করবে গ্রামীণফোন।
নেক্সট বিজনেস লিডার প্রোগ্রামে নির্বাচিত তরুণেরা গ্রামীণফোনে কর্মরত দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মকর্তাদের মেন্টরশিপ লাভের সুযোগ পাবেন, যা তাদেরকে আরও পরিণত হতে সাহায্য করবে। প্রোগ্রাম শেষে প্রার্থীরা বিজনেস ভ্যালু চেইনের আওতায় বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করবেন, যা তাদের নেতৃত্বের গুণাবলীকে ফুটিয়ে তোলার সুযোগ দান করবে।
আরও পড়ুন: এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ডস পেল গ্রামীণফোন
নেক্সট বিজনেস লিডার প্রোগ্রামে অংশগ্রহণকারীদের কাছ থেকে নিজ প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা সমূহ সম্পর্কে স্পষ্ট ধারণা, অদম্য কর্মস্পৃহা, ডিজিটাল প্রোডাক্ট ও এর উন্নয়ন প্রসঙ্গে সম্যক ধারণা, বাজারে অংশীদারিত্বের সম্ভাবনা ও ইতিবাচকতা যাচাই, গ্রাহকদের মানসিকতা অনুধাবন করা সহ সামগ্রিকভাবে ডিজিটাল বিজনেস ইকোসিস্টেম সম্পর্কে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ প্রত্যাশা করে গ্রামীণফোন।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত, বিজনেস ও অন্যান্য ডিসিপ্লিন থেকে স্নাতক ডিগ্রিধারী আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নেক্সট বিজনেস লিডার প্রোগ্রামে অংশ নেয়ার জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ০-১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং নারী প্রার্থীদের উৎসাহিত করছে গ্রামীণফোন। আবেদনের জন্য ভিজিট করুন https://www.grameenphone.com/about/career/vacant-positions