পতন দিয়ে শুরু হয়েছে পুঁজিবাজারের এ সপ্তাহের প্রথম কার্যদিবস। সারাদিনের লেনদেনে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে কমেছে সূচক এবং লেনদেন। দাম কমেছে বেশিরভাগ কোম্পানির।
রবিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৪ পয়েন্ট এবং ব্লু-চিপ ১ পয়েন্ট করে কমেছে।
ঢাকার পাশাপাশি সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। লেনদেন শেষে সিএসইর সার্বিক সূচক কমেছে ৩৮ পয়েন্ট।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে দাম কমেছে ২৪০, বেড়েছে ৯২ এবং অপরিবর্তিত আছে ৬৩ কোম্পানির দাম।
সিএসইতে মোট ১৭৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। দরপতন হয়েছে ৮২ এবং দরবৃদ্ধি হয়েছে ৬৭ কোম্পানিতে। দাম অপরিবর্তি ছিল ২৮ কোম্পানির।
সারাদিনের শেয়ার কেনা-বেচায় দুই বাজারেই কমেছে মোট লেনদেন। ডিএসইতে দিনের মোট লেনদেন হয়েছে ৩৭৪ কোটি টাকা, যা আগের কর্মদিবসে ছিল ৪২৯ কোটি টাকা। অন্যদিকে সিএসইতে মোট লেনদেন হয়েছে পাঁচ কোটি ৩০ লাখ টাকা, যা আগের কর্মদিবসের তুলনায় ৪ কোটির টাকা কম।
আরও পড়ুন: পতনের পুঁজিবাজার, মুনাফা তুলতে খারাপ শেয়ারে আগ্রহ বিনিয়োগকারীদের
ডিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দরবৃদ্ধির শীর্ষে আছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। একদিনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ। অন্যদিকে সিএসইতে ১০ শতাংশ দাম বেড়ে রবিবারের শীর্ষ শেয়ার ইসলামি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি।
এদিকে ডিএসইতে দরপতনের শীর্ষে উঠে এসেছে আলোচিত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এতদিন দাম বাড়লেও রবিবার এ কোম্পানিটির দাম কমেছে সাত দশমিক ৪৩ শতাংশ। সিএসইতে ৯ দশমিক ৮১ শতাংশ দাম কমে তলানিতে আছে কনফিডেন্স সিমেন্ট পিএলসি।
গত সপ্তাহে বড় পতনের মুখে পড়া এসএমই খাতের প্রথম কার্যদিবসে কেটেছে সূচকের উত্থান দিয়ে। ডিএসএমইএক্সের সূচক বেড়েছে ১৬ পয়েন্ট। লেনদেন হওয়া ১৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১, কমেছে ৭ এবং অপরিবর্তিত আছে ১ কোম্পানির শেয়ারের দাম।