শুক্রবার জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসার কাছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বসুন্ধরা গ্রুপের ৬৯ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
এ সময় জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানান, এ পিসিআর ল্যাব স্থাপন হলে রাঙামাটিবাসীর করোনাভাইরাস পরীক্ষার জন্য আর কোথাও যেতে হবে না। সেই সাথে তিন পার্বত্য জেলার পরীক্ষা এখান থেকে করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চেক হস্তান্তের পর করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমের কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির, জেলা পরিষদ সদস্য ত্রিদ্বীপ কান্তি চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমাসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।