দীর্ঘ দুই বছর পর মঙ্গলবার বাংলাদেশ-ভারত বর্ডার হাট– বালাট এবং (পূর্ব খাসি পার্বত্য জেলা, মেঘালয়, ভারত)- লাউয়াঘরে (ডালোরা, সুনামগঞ্জ জেলা, বাংলাদেশ) পুনরায় চালু করা হয়েছে।
১৯ এপ্রিল অনুষ্ঠিত যৌথ সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির এক যৌথ সভায় এই হাট চালুর সিদ্ধান্ত নেয়া হয়।
বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি বর্ডার হাট রয়েছে এবং আরও ৯টি নতুন সীমান্ত হাট চালুর পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: প্রতিবেশী হিসেবে বাংলাদেশ-ভারত সম্পর্ক কূটনীতির ‘রোল মডেল’: শাহরিয়ার আলম
বর্ডার হাটগুলো দুই দেশের মধ্যকার একধরনের বাজার, যা সীমান্তের উভয় পাশের স্থানীয় বাসিন্দাদের তাদের ‘স্থানীয় পণ্য’ বাজারজাত করতে এবং ক্রয় করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, যৌথ সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটি ১২ মে রিংকু (পূর্ব খাসি পাহাড়, মেঘালয়) – বাগান বাড়ি (ডুয়ারা বাজার, সুনামগঞ্জ)এবং ১৬ মে নালিকাটা (দক্ষিণ পশ্চিম খাসি পাহাড়, মেঘালয়)- সায়দাবাদ (তাহিরপুর, সুনামগঞ্জ) সীমান্ত হাট পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে।