করোনা পরিস্থিতির কারণে ৭৫ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, করোনার ভয়াবহতায় বাংলাদেশে সাধারণ ছুটি ও ভারতে লকডাউন শুরু হয়। এ অবস্থায় গত ২৬ মার্চ থেকে এই বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে ব্যবসা-বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
এ বন্দর দিয়ে বাণিজ্য সচল রাখতে দুই দেশের ব্যবসায়ীদের কয়েকদফা উদ্যোগের প্রেক্ষিতে এবং সরকারের নির্দেশনা অনুসরণ ও স্বাস্থ্যবিধি মেনে সোমবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি শুরু হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকেও ভারতে রপ্তানি শুরু হয়েছে, বলেন তিনি।
এদিন দুপুর থেকে বন্দর ব্যবহারকারীদের মধ্যেও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।