বাংলাদেশে আগামী দিনে একটি জবাবদিহিতামূলক সরকার শুরুর প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেখেছি কীভাবে নিশি রাতে ভোট হয়েছে, কীভাবে ভোট ডাকাতি হয়েছে।
তিনি বলেন, ‘যেখানে ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেককে জবাবদিহি করতে হবে জনগণের কাছে। এছাড়া আজও পরিবারে জবাবদিহিতা আছে বলে পরিবার ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে এগিয়ে যায়।’
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘স্বৈরাচারেরা বাংলাদেশের অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে। তারা এই দেশের মানুষের ভবিষ্যৎ ধ্বংস করে দিতে চেয়েছিল। কিন্তু আমরা আশাবাদী এখনও সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয়- তাই মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে।’
আরও পড়ুন: জনগণকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান তারেক রহমানের
যেহেতু আপনারা বলছেন দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখে, সেহেতু বিএনপি হিসেবে আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব বলে জানান তারেক।
কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কুমিল্লা বিভাগীয় এই কর্মশালায় অংশ নেন শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিনসহ কুমিল্লা জেলা বিএনপি, মহানগর, পৌরসভার শীর্ষ নেতারা। বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার বানু, সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আইনজীবী নেওয়াজ হালিমা আরলি, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুর সাত্তার পাটোয়ারী ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবা হাবিব।
আরও পড়ুন: আগামী নির্বাচন হবে যেকোনো নির্বাচনের চেয়ে কঠিন: তারেক রহমান