নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবিতে আগামী ২৩ ও ২৮ মে আরও ১০টি মহানগরে পদযাত্রা করার ঘোষণা দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
তিনি বলেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে 'ভুতুড়ে' মামলা দায়ের, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং আওয়ামী লীগ সরকারের সর্বাত্মক দুর্নীতির বিরুদ্ধে দলের প্রতিবাদ জানানোর জন্যই এই কর্মসূচি পালন করা হবে।
এর আগে বুধবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে রাজধানীর বাসাবো ও শাহজাদপুর এলাকা থেকে মালিবাগ অভিমুখে পদযাত্রা বের করা হয়।
বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও দলের শীর্ষ নেতাদের প্রতিকৃতি নিয়ে পদযাত্রায় অংশ নেন।
ঈদুল ফিতরের আগে ১০ দফা দাবিতে রাজধানীসহ সারাদেশে কয়েক দফা পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি।
আরও পড়ুন: সরকারবিরোধী আন্দোলন: রাজধানীতে আবারো পদযাত্রা করল বিএনপি
রাষ্ট্রদূতদের ‘অতিরিক্ত পুলিশ এসকর্ট’ প্রত্যাহার সরকারের ‘চরম দায়িত্বহীনতা’: ফখরুল
জিয়ার ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ১৩ দিনের কর্মসূচি