বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন হাকিমের স্ত্রী জাকিয়া জাবিন।
তিনি বলেন, ‘আব্দুল হাকিমকে হয়রানি বা নতুন কোনো মামলায় গ্রেপ্তার না করার জন্য সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে। তারপরও তার নামে নতুন নতুন মামলা হচ্ছে। সর্বোচ্চ আদালতের কোনো আদেশ মানা হচ্ছে না। তাকে ১ নভেম্বর একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর পরে আরও সাতটি মামলা দেয়া হয়। এখন তিনি হাইকোর্ট থেকে সব মামলায় জামিনে আছেন।’
আব্দুল হাকিমকে আবার গ্রেপ্তার করা হতে পারে মর্মে তিনি সুপ্রিম কোর্টে একটি আবেদন করেন। আদালত ১৮ ডিসেম্বর আবেদনটি মঞ্জুর করে এবং সেই সাথে আদেশ দেয়, আব্দুল হাকিমের বিরুদ্ধে ইতিপূর্বে যদি ফৌজদারি মামলা না থাকে তাহলে তাকে কোনো পরোয়ানা ছাড়া জেল থেকে বের হওয়ার সময় এবং নতুন কোনো মামলায় গ্রেপ্তার করা যাবে না। আদেশটি ২৪ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা প্রশাসকসহ সব দপ্তরে পৌঁছালেও আরও দুটি নতুন মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন জাকিয়া জাবিন।
তিনি আরও বলেন, ‘ধানের শীষের পক্ষের কোনো লোককে জনসংযোগে যেতে দিচ্ছে না নৌকা মার্কার লোকজন। তারা ধানের শীষের লাগানো পোস্টার ছিড়ে ফেলছে ও মাইক ভেঙে দিচ্ছে। নতুন নতুন মামলা সৃষ্টি করে শত শত মানুষকে আসামি করা হচ্ছে।’
জাকিয়া জাবিন আদালতের নির্দেশ অনুযায়ী আব্দুল হাকিমকে মুক্তি দেয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে আব্দুল হাকিমের ছেলে সিগবাতুল্লাহ ও তার আইনজীবী জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন।