পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রবিবার (২২ অক্টোবর) বলেছেন, সরকার বিএনপির ২৮ অক্টোবরের কর্মসূচিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। এটিও ১০ ডিসেম্বর মতোই একটি কর্মসূচি।
তিনি বলেন, ‘এগুলো (এই ধরনের কর্মসূচি) আসে আর যায়। এগুলোকে আমরা গুরুত্ব দিই না। আমরা এটা নিয়ে চিন্তিত নই।’
রবিবার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে রবিবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আগামী ২৮ অক্টোবর ঢাকার রাজপথ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকবে।
একই দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২৮ অক্টোবর তাদের দলের ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা আছে, রাজপথ দখল করার নয়।
আরও পড়ুন: বিদেশিদের ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি দেখা উচিত: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষ অশিক্ষিত নয় যে তারা এগুলো বিশ্বাস করবে। ‘মানুষ যথেষ্ট স্মার্ট ও বুদ্ধিমান। তারা জ্ঞানী।’
মোমেন বলেন, খালি কলসি বাজে বেশি এবং কিছু লোক সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, ‘প্রথমত আমি বলতে চাই গুজবে কান দেবেন না। আমরা প্রায়ই এই ধরনের গুজব শুনতে পাই।’
মোমেন বলেন, এমনকি একটি দল গুজব ছড়ায় যে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে এবং তার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। ‘কত বড় মিথ্যা!’
তিনি বলেন, মনে হচ্ছে আজকাল খুব বেশি অপপ্রচার হচ্ছে এবং যারা গুজব ছড়াচ্ছে কিছু গণমাধ্যম তাদের সাহায্য করছে।
আরও পড়ুন: অশুভ শক্তিকে পরাজিত করে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী