বর্তমান সরকারের ‘দুঃশাসন’ অবসানে জনগণকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দুঃশাসন, ফ্যাসিবাদ, অন্যায় ও দমন-পীড়ন সমগ্র বাংলাদেশকে গ্রাস করেছে তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের জেগে উঠতে হবে এবং নিজেদেরকে মুক্ত করতে হবে।’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কবি নজরুল এখন খুবই প্রাসঙ্গিক। আমি প্রায়ই তাকে এবং তার কবিতা মনে করি। ‘দুর্গম গিরি, কান্তার-মরু দুস্তর পারাবার…’। এটাই হচ্ছে মূল কথা। দেশের বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে আজকে এই দুর্গম গিরি কান্তার মরু পার হতে হবে।”
আরও পড়ুন: জেসিডির নারী নেত্রীদের ওপর ছাত্রলীগের হামলা কাপুরুষোচিত: বিএনপি
এই বিএনপি নেতা দমনমূলক কর্মকাণ্ডের জন্য সরকারের নিন্দা জানিয়ে বলেন, তাদের দলের প্রধান খালেদা জিয়া এখন গৃহবন্দি এবং তারেক রহমান দেশের বাইরে নির্বাসনে রয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে ৩৫ লাখ গণতন্ত্রপন্থী মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর বাংলাদেশ ছাত্রলীগের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এখনও আমাদের দেখছি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীরা চরম নির্যাতনের শিকার হচ্ছে। এখানেই নজরুল ইসলাম সবচেয়ে প্রাসঙ্গিক।’
দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে তরুণ প্রজন্মকে জেগে ওঠে অন্যকে জাগ্রত করার আহ্বান জানান ফখরুল।
অন্যের কাছে মাথা নত না করে সাহসিকতার সঙ্গে জাতির সেবা করার অনুপ্রেরণা পেতে তিনি রাজনীতিবিদদের নজরুলকে বেশি বেশি পড়ার অনুরোধ জানান। তিনি বলেন, ‘যদি আমরা নজরুলকে সঠিকভাবে পড়ি এবং তাঁর বাণীগুলোকে উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে আমরা নিজেদেরকে জানতে ও চিনতে পারব।’
ফখরুল কবি নজরুলের সাহিত্য নিয়ে আরও গবেষণা করার জন্য ফখরুল গবেষকদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: রাজনৈতিক দলের সঙ্গে গণতন্ত্রপন্থী আন্দোলনের সংলাপ শুরু করল বিএনপি
খালেদাকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভের পরিকল্পনা বিএনপির