ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভাস্কর দেবনাথ বাপ্পি প্রতি মঙ্গলবার হাজিরা দেয়ার শর্তে তার জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুন: অস্ত্র মামলায় ইরফান সেলিম ও তার দেহরক্ষীর জামিন নামঞ্জুর
র্যাবের ভ্রাম্যমাণ আদালত এ দুই মামলায় তাকে কারাদণ্ড দিয়েছিল।
আদালত সূত্র জানায়, ইরফান সেলিমকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের দেয়া সাজার বিরুদ্ধে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করা হয়। শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় আদালত এ জামিন আদেশ দেয়।
ইরফান সেলিমকে ২০২০ সালের ২৬ অক্টোবর অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে ছয় মাস ও বিদেশি মদ রাখার দায়ে এক বছরের কারাদণ্ড দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: ইরফান সেলিম ও দেহরক্ষী জাহিদ আবারও রিমান্ডে
আরও পড়ুন: ইরফান ও জাহিদের বিরুদ্ধে আরও ৪ মামলা
হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে ২৫ অক্টোবর রাতে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে ঘটে এ ঘটনার পরিপ্রেক্ষিতে পরের দিন হাজী সেলিমের ছেলেসহ সাতজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করা হয়। পরে হাজী সেলিমের বাসায় ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালায় র্যাব।
আরও পড়ুন: কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত ইরফান সেলিম
আরও পড়ুন: হাজী সেলিমের ছেলে ইরফান ও তার দেহরক্ষীর এক বছরের কারাদণ্ড