গুম হওয়া ইলিয়াস আলীর পরিবার অনেক বিপদে আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ইলিয়াস আলীসহ গুমের শিকার পরিবারের সদস্যরা তাদের নিকটাত্মীয়দের অনুপস্থিতিতে চরম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন।
শনিবার নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বনানী এলাকার বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, এসব ঘটনায় নিজেদের জড়িত থাকার কারণে সরকার এখনও পর্যন্ত গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করার কোনো উদ্যোগ নেয়নি। যদি এ ব্যাপারে উদ্যোগ নিতো তাহলে পরিস্থিতি অন্যরকম হতো।
আরও পড়ুন: আ’লীগ একদলীয় শাসনের সঙ্গে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করেছে: ফখরুল
তিনি বলেন, জনগণ দেখেছে এক দশক আগে রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার গাড়িচালককে ধরে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। এটা খুব স্পষ্ট যে এই ঘটনাটি এই সরকারের মাধ্যমে ঘটেছে।
ফখরুল বলেন, গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করতে সরকারের কোনো পদক্ষেপ না থাকায় তাদের পরিবারকে সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং কঠিন সময়ের সম্মুখীন হচ্ছে।
দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে সঙ্গে নিয়ে ফখরুল ইলিয়াস আলীর বাসায় যান এবং তার স্ত্রী তাহসিনা রুশদির লুনাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের ঈদ উপহার দেন।
লুয়ানের সঙ্গে কথোপকথনের উদ্ধ্বৃতি দিয়ে ফখরুল বলেন, তারা খুব সমম্যায় পড়েছেন। তারা (ইলিয়াস আলীর) ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করতে পারছেন না। তারা তার গাড়ির ট্যাক্সও দিতে পারেনি। এই জিনিসগুলো পরিবারকে অনেক কষ্ট দিচ্ছে।
আরও পড়ুন: নিউমার্কেটে সহিংসতায় পুলিশ নিজেদের ব্যর্থতা ও ছাত্রলীগকে আড়ালের চেষ্টা করছে: ফখরুল
বিএনপি নেতা বলেন, কিছু কলেজ ভর্তির অনুমতি না দেয়ায় মেয়ের কলেজে ভর্তির বিষয়ে ইলিয়াসের পরিবারকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। শুধু ইলিয়াস আলীর পরিবারই নয়, গুমের শিকার সব পরিবারই অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে তাদের দল নিখোঁজদের পরিবারের সদস্যদের উপহার ও আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী তার গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন।