পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবে বিএনপি।
বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যৈষ্ঠ নেতারা বেলা ১১টায় জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন।
তিনি বলেন, তারা সেখানে জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা ও বিশেষ মোনাজাত করবেন।
এছাড়া সন্ধ্যায় গুলশানের বাসায় খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
আরও পড়ুন: সয়াবিন তেলের সংকটের জন্য সরকারের নিষ্ক্রিয়তাকে দুষছে বিএনপি
২০১৮ সালে কারাগারে পাঠানোর আগ পর্যন্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রতি বছর ঈদ উপলক্ষে জিয়ার কবরে ফাতেহা পাঠ করতেন। কিন্তু এরপর থেকে তার অনুপস্থিতিতে ঈদের দিন কর্মসূচি পালন করে আসছেন বিএনপির জ্যৈষ্ঠ নেতারা।
এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য স্থানের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক বার্তায় তিনি আশা প্রকাশ করেন, ঈদ দেশবাসী ও মুসলিম উম্মাহর জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল বয়ে আনবে।
ফখরুল দুঃখ প্রকাশ করে বলেন, জাতি এমন এক সময়ে ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে যখন তাদের প্রিয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে গৃহবন্দি।
তিনি দেশের জনগণকে সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানান যাতে তিনি আবারও জেল থেকে মুক্তি পেয়ে এবং অসুস্থতা থেকে সুস্থ হয়ে জাতিকে নেতৃত্ব দিতে পারেন।