বাজারে হস্তক্ষেপ এবং সরকারের জবাবদিহিতার অভাবের জন্য দেশ সয়াবিন তেলের ‘কৃত্রিম’ সংকটের সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের কাছে দায়বদ্ধ সরকার থাকলে বাজারে হস্তক্ষেপ করত এবং বাজার কারসাজির সঙ্গে জড়িত সিন্ডিকেটদের গ্রেপ্তার করত। কিন্তু তা হচ্ছে না, ফলে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে।
রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরস্থানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: হারানো অধিকার ফিরে পেতে সোচ্চার হউন: মির্জা ফখরুল
বিএনপির এই নেতা বলেন, সয়াবিন তেল, চাল, ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ ও নিম্ন আয়ের মানুষ হিমশিম খাচ্ছে।
তিনি বলেন, উন্নয়নের নামে বিদেশে অর্থ পাচারের কারণে তীব্র মুদ্রাস্ফীতি এর অন্যতম কারণ। এই ভয়াবহ মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষ ও শ্রমিকদের আয় একেবারেই বাড়েনি।
রিজভী বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকেই অনেক কষ্টে ঈদ-উল-ফিতর উদযাপন করতে যাচ্ছেন।
তিনি অভিযোগ করে বলেন, ঈদ উপলক্ষে রাজধানী থেকে বিভিন্ন জেলায় বাড়ি যাওয়ার পথে অনেক গৃহমুখী যাত্রী, প্রধানত শ্রমিকরা দুর্ভোগের মধ্যে পড়েছেন।