আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে কোনো কেন্দ্রে একটি ভোটও জাল হলে সেই কেন্দ্রের ভোট বন্ধ করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান।
তিনি বলেন, আমরা প্রত্যেকটি জায়গায় দায়বদ্ধতা বাড়ানোর চেষ্টা করেছি। কোনো কেন্দ্রে একটিও যদি জাল ভোট হয়, সেই কেন্দ্র বন্ধ হবে। কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার সাসপেন্ড হবে। কোনো ক্রমেই কোনো অস্বচ্ছতা, অসততা ও অসতর্কতাবশেও এসব ভুলকে অ্যাক্সেপ্ট করা হবে না।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে ভোলার চারটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এসময় ইসি বলেন, গণতন্ত্র, সংবিধান, দেশ ও অর্থনীতিকে বাঁচাতে হবে। এছাড়া কোনো উপায় নেই। শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন করা ছাড়া কোনো উপায় নেই। আমাদের, বিদেশিদের নির্বাচন কমিশনের (ইসি), সরকারের এবং আমার টিমের; সবার উদ্দেশ্য এক। অবাধ ও সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন।
আরও পড়ুন: শতভাগ নিশ্চিত করতে পারি, আগের রাতে ভোট হবে না: সিইসি
তিনি বলেন, অতীতকে আমরা পরিবর্তন করতে পারব না। অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা কিভাবে সুন্দরের দিকে এগিয়ে যেতে পারি সেটাই আমরাদের বিবেচ্য বিষয়।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জমিল হাসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানসহ সহকারি রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনিক বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ ভোলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
আরও পড়ুন: ৪ জানুয়ারি নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে ইসি