নির্বাচন কমিশন ২০২৪ সালের ৭ জানুয়ারির আসন্ন জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে অবস্থানরত বিদেশি দূতাবাস এবং বহুপক্ষীয় সংস্থার প্রধানদের ব্রিফ করবে।
নির্বাচনের তিন দিন আগে ৪ জানুয়ারি বিকাল ৩টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বৈঠকে বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছে কমিশন।
বৈঠকে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ইসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণ করবে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।
কমিশন ইতোমধ্যে বিদেশি কূটনীতিকদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছে।
৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৭টি দল সাধারণ নির্বাচনে অংশ নিচ্ছে, আর বিএনপিসহ কয়েকটি দল নির্বাচন বর্জন করেছে।
জাতীয় নির্বাচনে দেশের ৩০০ আসনে প্রায় ১৮৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: জাতীয় নির্বাচন: হবিগঞ্জের ডিসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নড়াইলে মাশরাফীসহ ৩ প্রার্থীকে জরিমানা