জেলা ছাত্রলীগের অনুমোদিত কমিটিকে চ্যালেঞ্জ করে নিজেরাই পাল্টা কমিটি ঘোষণা করেছেন নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি সমর্থিত পদবঞ্চিত ছাত্রলীগের কর্মীরা।
মঙ্গলবার উভয়পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় পরিস্থিতি শান্ত রাখতে সকালে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী মঙ্গলবার কালিয়া পৌর শহরের ডাকবাংলোয় নবনির্বাচিত উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটির নেতাদেরকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা, পরিচিতি সভা ও আনন্দ মিছিল করার আয়োজন করা হয়।
এদিকে এমপি মুক্তির পক্ষের পদবঞ্চিতদের পাল্টা কমিটির নেতাদেরকে নিয়ে একই সময়ে পৌর শহরের পৃথক স্থানে একই কর্মসূচির ডাক দেয়া হয়।
এ বিষয়ে জেলা ছাত্রলীগ সূত্র জানায়, দীর্ঘ আট বছর পর গত ২২ অক্টোবর নড়াইল জেলা ছাত্রলীগ উপজেলায় এফ এম সোহাগকে সভাপতি ও রাইসুল ইসলাম পান্নুকে সাধারণ সম্পাদক এবং এমএম তানবীরুল ইসলামকে সভাপতি ও প্রশান্ত কুমার দাশকে সাধারণ সম্পাদক করে কালিয়া পৌর ছাত্রলীগের কমিটি গঠন করে। ২৩ অক্টোবর পদবঞ্চিতরা জেলা ছাত্রলীগের গঠন করা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় ইয়ামিন বিশ্বাসকে সভাপতি ও মহিবুল হক অনিককে সাধারণ সম্পাদক করে উপজেলা এবং নিয়ামত হোসেনকে সভাপতি ও রাইসুল ইসলাম হৃদয়কে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রলীগের পাল্টা কমিটি গঠন করা হয়। পরে নিজ নিজ গ্রুপের নতুন কমিটিকে অভিনন্দন জানাতে উভয়পক্ষ মঙ্গলবার বিকালে পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশের ডাক দেয়। এতে উভয়পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাই সংঘাত এড়াতে মঙ্গলবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কালিয়া পৌরশহরে সকল ধরনের সভা, সমাবেশ, মিছিলসহ অস্ত্র গোলাবারুদ বহন নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, উভয়পক্ষের মধ্যে সংঘাত এড়ানোর জন্য এবং আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বাধ্য হয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তারপরও প্রশাসন সতর্ক অবস্থায় থাকবে।