তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বোনের সাথে দেখা করে সাংবাদিকদের বলেন, ‘তার (খালেদা) শরীরিক অবস্থা এখন খুব খারাপ। তিনি শ্বাসকষ্টে ভুগছেন এবং কথা প্রায় বলতেই পারছেন না।’
‘আমি সরকারকে তার অসুস্থতা এবং বর্তমান শারীরিক অবস্থা, শ্বাসকষ্ট ও বয়স বিবেচনা করতে বলছি। তাকে মানবিক কারণে মুক্তি বা জামিন দেয়া উচিত। আমরা সরকারের কাছে এ আহ্বান রাখছি এবং তার নিঃশর্ত মুক্তির দাবি করছি,’ যোগ করেন সেলিমা।
খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে তিনি জানান, বিএনপি প্রধান অন্য কারও সাহায্য ছাড়া ৫ মিনিটও দাঁড়িয়ে থাকতে পারেন না। ‘তার বেডরুম থেকে বাথরুমের দূরত্ব খুব কম। কিন্তু সেখানে যেতে তার ২০ মিনিটের মতো সময় লাগে। তার বাঁ হাত সম্পূর্ণ বেঁকে গেছে। এখন ডান হাতও বেঁকে যাচ্ছে।’
সেলিমা আরও বলেন, তার বোন বমির কারণে খেতে পারছেন না। তিনি জ্বর ও শরীরে প্রচণ্ড ব্যথায় ভুগছেন। তার ডায়াবেটিসও নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে। এ পরিস্থিতিতে বিএনপি প্রধানের জরুরিভাবে উন্নত চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন সেলিমা।
খালেদা জিয়াকে এখনই উন্নত চিকিৎসা দেয়া না হলে খারাপ কিছু হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তার বোন। ‘আমরা চাই তাকে মুক্তি দেয়া হোক, যাতে অন্তত উন্নত চিকিৎসাটুকু করাতে পারি। এটাই (সরকারের কাছে) আমাদের একমাত্র আবেদন।’
তবে এ বিষয়ে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হবে কি না তা জানতে চাইলে সেলিমা নাবাচক উত্তর দেন। সেই সাথে তিনি খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীকে দোয়া করার অনুরোধ জানান।
এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে সেলিমা ছাড়াও খালেদা জিয়ার চার স্বজন বিএসএমএমইউতে যান এবং সেখানে ঘণ্টা খানেক অবস্থান করেন বলে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। তিনি গত বছরের ১ এপ্রিল থেকে বিএসএমএমইউতে চিকিৎসাধীন আছেন।