রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার (১৫ আগস্ট) ৭৯ বছরে পা দিয়েছেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যার স্মরণে জাতীয় শোক দিবসের সঙ্গে মিলে যাওয়ায় মঙ্গলবারের পরিবর্তে বুধবার সকাল ১১টায় বিএনপি দলের পক্ষ থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শুধু মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
সোমবার (১৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে মিলাদ মাহফিল করবে তাদের দল।
জাতীয় শোক দিবসে তার জন্মদিন পালনের জন্য আওয়ামী লীগ নেতাদের সমালোচনার কারণে বিএনপি ২০১৬ সাল থেকে কেক কাটার পরিবর্তে দোয়া মাহফিলের আয়োজন করে তার জন্মদিন পালন করে আসছে।
অসুস্থ হয়ে পড়ায় ৯ আগস্ট খালেদাকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
তাকে হাসপাতালের একটি কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন মির্জা ফখরুল
তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিএনপি চেয়ারপার্সনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক সেমিনারে বলেছেন, মিথ্যা মামলায় কারাগারে পাঠানো তাদের দলের চেয়ারপার্সন বিভিন্ন অসুস্থতা নিয়ে হাসপাতালে জীবনযুদ্ধে লড়ছেন। ডাক্তাররা বারবার বিদেশে উন্নত কেন্দ্রে তার চিকিৎসার কথা বললেও সরকার তাকে সে সুযোগ দিচ্ছে না।
উল্লেখ্য, খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 8 ফেব্রুয়ারি, ২০১৮-এ বিচারিক আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়ে তাকে পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
২৫ মার্চ, ২০২০-এ বিএনপি প্রধানকে কিছু শর্তে একটি নির্বাহী আদেশে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। বয়স এবং মানবিক ভিত্তি তার পরিবারের দ্বারা একটি আবেদন অনুসরণ করে.
বিএনপির ওয়েবসাইটে বলা হয়েছে, খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ।
আরও পড়ুন: খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৬ ঘণ্টার অনশন