বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরে মঙ্গলবার সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ১টায় এ সমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সমাবেশ করার জন্য তারা পুলিশের কাছ থেকে মৌখিক অনুমতি পেয়েছেন।
তিনি বলেন, ‘খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছে আছেন। গতকাল (রবিবার) তাঁর মেডিকেল বোর্ড জানিয়েছে তাঁর শারীরিক অসুস্থতা উদ্বেগজনক। তাঁর জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে।’
রিজভী বলেন, খালেদা জিয়ার জীবন বাঁচাতে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো জরুরি। এ সময় তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিদেশে চিকিৎসা নেয়ার জন্য যেতে দিচ্ছে না।
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিভিন্ন স্বাস্থ্য জটিলতা নিয়ে ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।