শনিবার ভোরে পৌরসভার ৩নং ওয়ার্ড কুমড়াকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুুন: ফেনীতে ‘ভাতিজিকে ধর্ষণের’ অভিযোগে আ’লীগ নেতা আটক
আটত লিয়াকত হোসেন (২৮) পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক। তিনি সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটে পরাজিত হন।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, শুক্রবার গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় সভা শেষে রাত সাড়ে ৮টার দিকে ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান বের হন। ভাগ্নে কাওছারের মোটরসাইকেলে করে দৌলতদিয়া বেপারীপাড়া বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। রাত ৯টার দিকে পৌরসভার ৫ নম্বন ওয়ার্ড ঘোনা পাড়া তিন রাস্তার মাথায় পৌঁছলে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা সশস্ত্র হামলা চালায় এবং অস্ত্র দিয়ে কোপ দিলে তিনি মোটরসাইকেল থেকে সড়কের পাশে পড়ে যান। পরে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা পেছনে ধাওয়া করে তাকে এলোপাথারী কুপিয়ে মারাত্মক জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আরও পড়ুুন: অন্যের নামে কার্ড করে ওএমএসের চাল আত্মসাত, খুলনায় আ’লীগ নেতা আটক
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় জখম অবস্থায় আব্দুর রহমান মন্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, ‘আব্দুর রহমান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তার ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেনকে আটক করা হয়েছে। রহমানের ওপর যখন হামলা হয় তখন লিয়াকত আমাদের সাথে দলীয় কার্যালয়ের সামনে ছিল, এমনকি খবর পেয়ে একত্রে হাসপাতালে যাই। আমরা মনে করি লিয়াকত এ ঘটনার সাথে জড়িত নয়।’
আরও পড়ুুন: রাজশাহীতে সরকারি চালসহ আ’লীগ নেতা আটক
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল তায়াবীর জানান, হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য লিয়াকতকে আটক করা হয়েছে।
আরও পড়ুুন: পাবনায় ২২৯ বস্তা ত্রাণের চালসহ আ’লীগ নেতা আটক