চট্টগ্রামে বিএনপি ও সমমনা কয়েকটি বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে অন্তত ১৪ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের প্রতিবাদে রবিবার (১৯ নভেম্বর) নগরীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতা-কর্মীরা।
চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নগর ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং চলাকালে ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
রবিবার রাতে মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
আরও পড়ুন: তফসিল বাতিল করে আগে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুন: বিএনপি
এদিকে পুলিশ দাবি করছে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ও চন্দনাইশ উপজেলায় একটি গাড়িতে আগুন দেয়ার চেষ্টাকালে চারজনকে আটক করেছে।
এ সময় তাদের কাছ থেকে ইটপাটকেল, টায়ার, টর্চ, কেরোসিন ভর্তি বোতল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন স্থানে হরতাল উপলক্ষে বিএনপি ও জোটের সমাবেশ
আটককৃতরা হলেন- ২৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, ২৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাইনুদ্দিন, মো. জায়েদ ও মো. জাকির হোসেন প্রকাশ।
এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: বিশ্ব স্বীকৃতি দিয়েছে বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসের অপপ্রচার একতরফা নির্বাচনের কৌশল: রিজভী