আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন এবং বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
রবিবার এক বৈঠক শেষে নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নান ও ইসমত আরা সাদেকের মৃত্যুতে বগুড়া-১ ও যশোর-৬ আসনটি শূন্য হয়।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ।
৯ মার্চ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হবে।
এর আগে শনিবার চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র নির্বাচনের জন্য নগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।