চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে।মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ বিএনবির নবগঠিত কমিটির নেতা-কর্মীরা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করতে গেলে পুলিশের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি পুলিশের এই ‘দমনমূলক’ কাজের নিন্দা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির মহানগর উত্তর কমিটির সদস্য সচিব এবং জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হকসহ কিছু নেতা -কর্মী সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে উদ্যানে জড়ো হন। এরপর পুলিশ তাদের ভেতরে যেতে বাধা দেয়।
এ সময় আমিনুল হকের সঙ্গে পুলিশের তর্ক হয়। একপর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘আমরা আজ এখানে এসেছি জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ করতে। কিন্তু পুলিশ আমাদের সেখানে থাকতে দিচ্ছিল না। এক পর্যায়ে পুলিশ আমাদের উপর কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।’
আরও পড়ুন: বিরোধী নেতাকর্মীদের প্রতি সরকারের ক্রোধ বাড়ছে: বিএনপি
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী বলেন, ‘বিএনপি কর্মীরা বাণিজ্য মেলার মাঠে প্রবেশ করছিল। কিন্তু সেখানে প্রবেশে তাদের অনুমতি ছিল না। নতুন আহ্বায়ক কমিটি গঠন নিয়ে বিএনপির গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কলহ অছে। তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে শুরু করে।পরে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।
ওসি বলেন, সংঘর্ষে ডিসি, এডিসি এবং এসিসহ আট থেকে দশজন পুলিশ সদস্য আহত হয়েছেন।